[email protected] শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২২ ভাদ্র ১৪৩২

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮৬৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫ ৫:০৭ পিএম

সংগৃহীত ছবি

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় একটি বিদেশি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সারাদিনের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৩২০ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। বাকিদের বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তারা রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজ শেষে ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।

এছাড়া গতকাল শুক্রবার রাজধানীর মিরপুর থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। তাদের নাম মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর