রাজধানীর যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শান্ত শনিআখড়ার মৃধাবাড়ীর বাসিন্দা এবং মৃত সদর আলীর ছেলে। তিনি একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিহতের বন্ধু তন্ময় জানান, শান্তর ছোট ভাইয়ের মোবাইল ফোন কয়েকজন দুর্বৃত্ত ছিনিয়ে নেয়।
বিষয়টি জানার পর শান্তসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গিয়ে কথা বলতে গেলে ২০-৩০ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।
এ সময় শান্তর গলায় ছুরি ঢুকিয়ে দেওয়া হয় এবং শরীফ নামে আরেক যুবককে গুরুতর জখম করা হয়।
আহত শরীফকে ঢামেকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। তন্ময়ের দাবি, হামলাকারীদের মধ্যে কোরবান, হাসান, হোসাইন ও জনি নামে কয়েকজনকে তারা চিনেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
আহত একজনের চিকিৎসা চলছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: