রাজধানীর ডেমরার সারুলিয়ায় শীতলক্ষ্যা নদীর তীরে বিপুল পরিমাণ চোরাই সাদাপাথর উদ্ধার করেছে র্যাব।
উদ্ধারকৃত এসব পাথর সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকা থেকে চুরি করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১১ এর একটি বিশেষ দল শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ১০ চাকার মালবাহী ট্রাকে বালুর স্তরের নিচে পাথর আড়াল করে রাখা হয়েছিল। আনলোডের সময় তা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক ধারণা, সেখানে প্রায় ৪০ হাজার ঘনফুট পাথর মজুত ছিল। এসব পাথর ভোলাগঞ্জের সাতটি ‘গদি’ থেকে চুরি করে ঢাকায় আনা হয়েছে।
ক্রাশিং মেশিনের সামনে এনে দ্রুত ভাঙার প্রস্তুতি চলছিল বলেও জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “ভোলাগঞ্জ থেকে চোরাই সাদাপাথরের একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বালুর নিচে লুকিয়ে এসব পাথর আনা হচ্ছিল।
এসআর
মন্তব্য করুন: