রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে একটি বাড়িতে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ওই বাসায় গিয়ে নিজেদের একটি প্রতিষ্ঠানের ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদা দাবি করেন।
অভিযোগ রয়েছে, তারা এর আগেও ওই বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন এবং কয়েকদিন আগে নগদ ১০ লাখ টাকা নিয়ে যান।
শনিবার রাতে আরও অর্থ ও স্বর্ণালঙ্কার নিতে গেলে বাসার লোকজন পুলিশে খবর দিলে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) ও আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)। তাদের মধ্যে রিয়াদকে চক্রটির প্রধান হিসেবে শনাক্ত করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “তারা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে দাবি করে একটি পরিচিত ব্যক্তির বাসায় চাঁদা দাবি করছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।”
তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর
মন্তব্য করুন: