ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে শাহ হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ব্ল্যাকমেইল, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন মো. তারেক আহমেদ নামে এক ব্যক্তি।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ’র শফিকুল কবীর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় তার প্রতিবেশী মামুন, শাকিল আহমেদ, বাবুল ও সুমনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তারেক আহমেদ জানান, শাহ হাবিবুর রহমান একটি পরিকল্পিত অপচেষ্টার অংশ হিসেবে তার পরিবারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।
দাবি করা হয়, হাবিব প্রথমে চাঁদা দাবি করেন এবং তা না পেয়ে একটি নারীকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছেন।
তারেক দাবি করেন, ভিডিওতে তাদের পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেওয়া ওই নারী এক সময় তাদের বাড়ির গৃহকর্মী ছিলেন। বর্তমানে তিনি মিথ্যা পরিচয় ও জাল কাগজপত্র দেখিয়ে সম্পত্তির দাবি করছেন, যা প্রতারণার শামিল।
তিনি আরও বলেন, তার দাদা মিয়া ইসমাইল হোসেনের লিখিত বণ্টননামা অনুযায়ী জমির বৈধ মালিকানা তার ভাই মিয়া আমির হোসেনের (টুটুল) নামে রয়েছে, যিনি বর্তমানে সেখানে বসবাস করছেন। সব দলিলপত্র, নামজারি, কর পরিশোধ ও সরকারি রেকর্ড তাদের পক্ষে রয়েছে।
সংবাদ সম্মেলনে তারেক আহমেদ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হাবিবের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এসআর
মন্তব্য করুন: