[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

মিটফোর্ডে সোহাগ হত্যা: অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ ১০:৫৪ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত বুধবার দুপুরে পূর্বপরিচয়ের সূত্র ধরে কয়েকজন যুবক সোহাগকে ডেকে নিয়ে যায়। পরে সন্ধ্যায় হাসপাতাল চত্বরে ব্যস্ত সড়কের পাশে তাকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। হত্যার আগে তাকে বিবস্ত্র করে নির্মমভাবে নির্যাতন করা হয়।

সোহাগ পুরান ঢাকায় ভাঙারির ব্যবসা করতেন। এক সময় তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। নিহতের ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে।

এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর