[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৮ ভাদ্র ১৪৩২

রাজধানীতে ব্যবসায়ীর ৬ টুকরা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৫ ৫:১৩ পিএম

জাকির হোসেন

ঢাকার সবুজবাগ এলাকায় নিখোঁজের সাত দিন পর জাকির হোসেন (৫৫) নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আমিন জানান, ৪ জুন থেকে জাকির হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জাকির হোসেনকে তার পরিচিত আজাহার নামের এক ব্যক্তি ফোনে ডেকে নিয়েছিলেন। এরপর থেকেই তার খোঁজ মেলেনি।

প্রযুক্তির সহায়তায় আজাহারকে রাজধানীর মহানগর এলাকা থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে বাইকদিয়া এলাকার একটি জলাশয় থেকে জাকির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

এসআই শামসুল আমিন জানান, হত্যার পর মরদেহ খণ্ডিত করে জলাশয়ে ফেলে দেওয়া হয়। মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা, আর্থিক বিরোধ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর