[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় মালিকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ১০:৫৪ পিএম

ভিডিও থেকে ছবিগুলো নেওয়া

রাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানটির মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে রামপুরা থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—কফি হাউজটির মালিক জিয়াউর রহমান, ম্যানেজার আলামিন এবং কর্মচারী শুভ সূত্রধর।

তবে এখনো মারধরের শিকার ওই তরুণীর সন্ধান মেলেনি। তাকে খুঁজে পেতে তৎপর রয়েছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, তালতলায় অবস্থিত ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ঘটনা ঘটে ১১ এপ্রিল।

সেই ঘটনার একটি ভিডিও ১৪ এপ্রিল সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওর সূত্র ধরে কফি হাউজের তিনজনকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দাবি, ওই তরুণী প্রায়ই সেখানে এসে অসংলগ্ন আচরণ করতেন এবং তাদের বিরক্ত করতেন। তারা ভুক্তভোগীকে মানসিকভাবে অস্থির বলেও উল্লেখ করেছেন।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তরুণীর খোঁজে তৎপরতা চালানো হচ্ছে। তবে এখনো তার পরিচয়, ঠিকানা বা যোগাযোগের কোনো উপায় পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর