আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম।
পুলিশ জানায়, গত ২৭ মার্চ উত্তরা এলাকায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নজরদারিতে থাকা তুরিন আফরোজকে সোমবার রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
এদিকে, তুরিন আফরোজের মা সামসুন নাহার তাসলিম অভিযোগ করেছেন, ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে মতবিরোধের কারণে মেয়ে তুরিনের সঙ্গে তার দীর্ঘদিনের টানাপোড়েন চলছিল।
তিনি বলেন, “তার অনৈতিক ও উচ্ছৃঙ্খল আচরণে বাধা দিলে আমাকে হেনস্তার শিকার হতে হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভয় দেখানো হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে প্রভাব খাটিয়ে তাকে উত্তরার বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল।
সামসুন নাহার নতুন সরকারের কাছে তার বাসা ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত, তুরিন আফরোজ ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার পরিচালনায় তিনি যুক্ত ছিলেন।
তবে ২০১৯ সালে যুদ্ধাপরাধ মামলার একজন আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে তাকে প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও রাজনীতিবিদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় তুরিন আফরোজের গ্রেপ্তারও আলোচনায় এসেছে।
এসআর
মন্তব্য করুন: