রাজধানীর মিরপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক নারী সাংবাদিক সংঘবদ্ধ নির্যাতনের শিকার হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) রাত ১টার দিকে পল্লবী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন এনামুল হক, হামিদুর রহমান, ছোট ইয়াছিন, বড় ইয়াছিন, শাহীন, রবি, হাসান, আনু ও অজ্ঞাতনামা আরও ৮ জন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন সিনিয়র রিপোর্টার হিসেবে একটি পত্রিকায় কর্মরত। তিনি এক মাস আগে তথ্য পান যে, একটি সংঘবদ্ধ চক্র নিরীহ নারী-পুরুষদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করছে।
বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে সোমবার রাত ১১টার দিকে তিনি মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে পৌঁছান। সেখানে অভিযুক্তরা তাকে ঘিরে ফেলে, শারীরিকভাবে আঘাত করে এবং নির্জন স্থানে নিয়ে যায়। রাত ১টার দিকে তাকে পল্লবী থানার বালুরঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ফাঁকা কক্ষে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
এসআর
মন্তব্য করুন: