প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়েছে।
রোববার (২ মার্চ) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি জানান, সেনানিবাসের বাসায় পরিচালিত অভিযানে দুদক ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে।
এর আগে, গত বছরের ১১ সেপ্টেম্বর সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
এছাড়া, গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, তার স্ত্রী লুবনা আফরোজ এবং তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয়।
এসআর
মন্তব্য করুন: