[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

জাল ছাড়পত্রে ১৩ জনের বিদেশে যাওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৭:০৭ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশি কর্মীদের বিদেশে যাওয়ার জন্য জাল ছাড়পত্র ব্যবহার করার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ জন লেবানন এবং ১ জন আলবেনিয়া যাওয়ার চেষ্টা করেন। তাদের কাছে থাকা ছাড়পত্রগুলি ছিল জাল।

ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক প্রবীর দত্ত বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মামলায় ১৩ আসামির মধ্যে ১২ জন লেবানন যাওয়ার চেষ্টা করছিলেন, তাদের মধ্যে রয়েছেন তৌহিদুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান, সবুজ শেখ, মো. শাহান মিয়া, হৃদয় মিয়া, আকবাল হোসেন, মো. আতিকুর রহমান, কামাল হোসেন ও রাজিব ফকির। এছাড়া, আলবেনিয়া যাওয়ার চেষ্টা করছিলেন মো. শহিদুল হক।

এজাহারে বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে এয়ার এরাবিয়ার ফ্লাইটে ১২ জন কর্মী লেবানন এবং টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ১ জন আলবেনিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের বহিঃগমন ছাড়পত্র সন্দেহজনক হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রবাসীকল্যাণ ডেস্কে পাঠায়। সেখানে বিএমইটির সার্ভার যাচাই করে জাল ছাড়পত্র নিশ্চিত হওয়া যায়। এরপর তাদের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জব্দ করে বিএমইটিতে পাঠানো হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর