[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫ ১০:৫৭ পিএম

নিহত অর্নব কুমার সরকার

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে অর্নব কুমার সরকার (২৭) নামে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে।


খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে অর্নব ময়লাপোতা থেকে শিববাড়ি যাচ্ছিলেন।

এ সময় মোটরসাইকেলের বহর থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অর্নব মোটরসাইকেল থেকে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন, নিহত শিক্ষার্থী ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী। এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করছি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর