রাজধানীর হাজারীবাগ এলাকায় জুয়েলারি ব্যবসায়ী সজল রাজবংশী (৩৭) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
তার কাছ থেকে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে হাজারীবাগ সেকশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ব্যবসায়ী সজল নিজের দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তার সঙ্গে থাকা স্বর্ণ লুট করা হয়।
ঘটনার পর সজল রাজবংশীকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: