[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ঢাকায় ছিনতাইয়ের জন্য ‘রেড জোন’ গুলো জেনে নিন

সাইদুর রহমান

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ১:২৫ পিএম

ছবিঃ প্রতিকী

বিগত সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রনে আনতে পারেনি সরকার। ফলে উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। প্রকাশ্যে অস্র নিয়ে হচ্ছে ছিনতাই , ডাকাতি।

বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের তথ্য অনুযায়ী ঢাকায় ছিনতাইয়ের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর (রেড জোন) সংশোধিত তালিকা:

 

মোহাম্মদপুর থানা:

•ঢাকা উদ্যান

•বসিলা তিন রাস্তার মোড়

•বসিলা ব্রিজ

•নবদয় হাউজিং

•রায়ের বাজার

•মোহাম্মদিয়া হাউজিং

•বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশের রাস্তা

•বসিলা গার্ডেন সিটি এলাকা

 

টঙ্গী এলাকা:

•টঙ্গীর চেরাগ আলী

•কাদেরিয়া গেট

•মিলগেট

•স্টেশন রোড

•টঙ্গী রেলওয়ে স্টেশন

•টঙ্গী বাজার

•আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরের ও নিচের অংশ

 

যাত্রাবাড়ী ও আশপাশ:

•শনির আখড়া

•যাত্রাবাড়ী পকেটগেট

•যাত্রাবাড়ী-গুলিস্তান সংযোগ

 

গাজীপুর ও আশপাশ:

•গাজীপুর চৌরাস্তা

•কোনাবাড়ী

•কড্ডা

•নাওজোর

 

ধানমন্ডি ও মোহাম্মদপুর সংযোগ এলাকা:

•আসাদ গেট

•চাঁদ উদ্যান

•রায়ের বাজার

•তাজমহল রোড

•জাপান সিটি গার্ডেন

 

মিরপুর এলাকা:

•মিরপুর ১১

•বিহারি ক্যাম্প

•কালশি

•পশ্চিম শেওড়াপাড়া

•মিরপুর দশ গোল চত্বর

 

মতিঝিল ও আশপাশ:

•মতিঝিল

•পল্টন

•শাপলা চত্বর

 

এয়ারপোর্ট ও উত্তরার আশপাশ:

•এয়ারপোর্ট

•কুড়িল বিশ্বরোড

•হাউস বিল্ডিং থেকে গাজিপুরা পর্যন্ত

 

রামপুরা ও আশপাশ:

•বাঁশতলা

•রামপুরা

 

যাত্রাবাড়ী-চিটাগাং রোড এলাকা:

•চিটাগাং রোড

•মৌচাক

•সাদ্দাম মার্কেট

•রায়েরবাগ

•শনির আখড়া থেকে কুতুবখালী

 

বনানী ও গুলশান এলাকা:

•বনানী ব্রিজ

•বনানী ১১ থেকে গুলশান রোড

 

পুরান ঢাকা ও আশপাশ:

•বাবুবাজার

•কদমতলী

•বাদামতলী

 

ঢাকা-চিটাগাং হাইওয়ে:

•রায়েরবাগ থেকে মাতুয়াইল মেডিকেল পর্যন্ত

 

কেরানীগঞ্জ এলাকা:

•জিনজিরা

•কেরানীগঞ্জের বিভিন্ন পয়েন্ট

•কদমতলী এলাকা

 

ধানমন্ডি সংযোগ এলাকা:

•ধানমন্ডি ৩২ থেকে মানিক মিয়া এভিনিউ যাওয়ার রাস্তা

•ফুটওভার ব্রিজ

 

সাধারণ মানুষকে এসব এলাকায় চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছে।এলাকার নামগুলো ছিনতাইপ্রবণ হিসেবে পরিচিত হওয়ায় যথাযথ সতর্কতা অবলম্বন করুন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর