[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

পল্টনে ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫ ১২:৪৮ পিএম

ফাইল ছবি

রাজধানীর পল্টন থানার বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনা ছিনতাই না পরিকল্পিত হত্যাকাণ্ড— তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

সোমবার (২১ জানুয়ারি) রাত ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজু মোল্লা গোপালগঞ্জ সদর থানার হাটবাড়িয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে। তিনি ঢাকার মুগদা এলাকার মান্ডা কদমআলী ঝিলপাড়ে থাকতেন।

সাজুকে হাসপাতালে নিয়ে যান তার বন্ধু মো. বায়জিদ। তিনি জানান, বিজয়নগরে একটি বাসায় প্রাইভেটকার চালক হিসেবে কাজ করতেন সাজু।

রাতে মুগদা থেকে অটোরিকশায় করে সাজুকে নিয়ে বিজয়নগরে আসেন বায়জিদ। পানির ট্যাংকির কাছে সাজুকে নামিয়ে রাস্তার উল্টো পাশে চা পান করতে যান।

কিছুক্ষণের মধ্যেই গলি থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় সাজুকে উদ্ধার করেন।

বায়জিদের ধারণা, গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা মোবাইল ও মানিব্যাগ নিতে গেলে বাধা দেওয়ায় সাজুকে কুপিয়ে ফেলে যায়।

তবে পল্টন মডেল থানা পুলিশের বক্তব্যে কিছু অসঙ্গতি উঠে এসেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তবে বন্ধুর বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে। এত রাতে মুগদা থেকে বিজয়নগরে আসার উদ্দেশ্য কী— তা খতিয়ে দেখা হচ্ছে। এটি ছিনতাই না পরিকল্পিত হত্যাকাণ্ড, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।”

ওসি আরও জানান, নিহতের বন্ধু বায়জিদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে বিস্তারিত জানানো হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর