[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪ ১০:২১ পিএম
আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১০:২৫ পিএম

রাজধানীর বাংলামোটরে দুর্বৃত্তদের হামলায় দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চারজন সাংবাদিক আহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর প্লানার্স টাওয়ারের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন।

সন্ধ্যা ৬টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সম্পাদক শফিকুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান জানান, বিকেলে ২০-২২ জনের একটি দল হঠাৎ অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

তিনি বলেন, "আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের নাম জিজ্ঞাসা করে এবং মারধর শুরু করে। এটি পূর্বপরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে।"

বশির আরও জানান, ঘটনার আগে রমজান নামে এক ব্যক্তি জনবাণী কার্যালয়ে এসে হুমকি দিয়েছিল। অফিসে না পেয়ে দুর্বৃত্তরা তাদের রাস্তায় খুঁজে বের করে হামলা চালায়।

বশির হোসেন বলেন, "হামলাকারীরা আমাদের সম্পাদকের মাথা, হাত ও পিঠে আঘাত করেছে। তাদের আচরণ দেখে মনে হয়েছে, দূর থেকে কেউ তাদের দেখিয়ে দিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারধরের শিকার চার সাংবাদিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতরা শাহবাগ থানাকে ঘটনাটি প্রাথমিকভাবে জানালেও, তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

এই হামলার ঘটনাটি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর