[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

সাভারে চলন্ত বাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪ ২:৫৭ এএম

ফাইল ছবি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে মালামাল লুট করে এবং অন্তত ৫ জনকে ছুরিকাঘাত করে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি এলাকা পর্যন্ত এ ঘটনা ঘটে।

ডাকাতি শেষে ডাকাত দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে বাস থেকে নেমে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন শামীম হোসেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ থানার কালিকাপুর গ্রামে। তিনি শ্রীপুর এলাকায় ভাড়া থেকে একটি বায়িং হাউজে চাকরি করেন।

ভুক্তভোগী হারুন-অর-রশিদ জানান, তিনি উলাইল স্ট্যান্ড থেকে বাসে ওঠার কয়েক মিনিটের মধ্যেই কয়েকজন অস্ত্রধারী বাসের ভেতর দাঁড়িয়ে যাত্রীদের ভয় দেখায়।

তারা জানিয়ে দেয়, কোনো শব্দ করলে মেরে ফেলা হবে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তারা পকেটের টাকা, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। সাভার বাস স্ট্যান্ড পার হওয়ার পর ডাকাতরা দ্রুত কাজ শেষ করে জাহাঙ্গীরনগরের কাছে নেমে যায়।

সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া বলেন, “ঘটনার বিষয়ে খবর পেয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর