কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে।
ঘটনার পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
শনিবার (২৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নিয়াজ আহমেদের স্ত্রী।
অভিযুক্ত হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মায়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ‘হত্যাকাণ্ডের পর আবিদ থানায় এসে মাকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।’
ঘটনার সময় আবিদ ও তার মা ঘরে একা ছিলেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই সৌরভ। এ সময় নিহতের স্বামী নিয়াজ আহমেদ চিকিৎসার জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছে।
এসআর
মন্তব্য করুন: