রাজধানীর আজিমপুরে ডাকাতির ঘটনায় অপহৃত শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) ভোরে র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, আজিমপুর থেকে অপহরণের শিকার শিশুটিকে মোহাম্মদপুর এলাকায় একটি অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
এর আগে, শুক্রবার সকালে আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারে ফারজানা আক্তারের বাসায় ডাকাতি ও অপহরণের এই ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার লুট করে এবং শিশুটিকে তুলে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ফারজানা আক্তার একটি সরকারি চাকরিতে নিয়োজিত। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে বসবাস করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন জানান, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে এক নারী সাবলেট ভাড়ায় বসবাস করছিলেন।
ধারণা করা হচ্ছে, ওই নারীর সহযোগিতায় এই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। তবে সাবলেট ভাড়াটিয়ার পরিচয় নিশ্চিত করার মতো কোনো নথি পাওয়া যায়নি।
এই ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে।
এসআর
মন্তব্য করুন: