অনলাইন ব্যবসার নামে প্রতারনা করে গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে উধাও হয়েছেন এ,কে,এম ফয়সাল নামের এক প্রতারক।
তিনি এমটিএফই, গ্লোমেক্স,এবিসিমিনিং এই তিনটি এলএমএফ কোম্পানির নামে মোটা অংকের টাকা দেয়ার কথা বলে প্রতারণা করেন শতাধিক গ্রাহকের সাথে। রফিকুল ইসলাম নামের এক গ্রাহক বলেন, প্রথম ২ মাস কথামতো লাভের টাকা দিয়েছিল। পরবর্তীতে আমার ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।
আসমা আক্তার নামে আরেক গ্রাহক বলেন, ১ লাখে প্রতিমাসে ৮ হাজার টাকা দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার মোবাইল বন্ধ পাই, সে এলাকা ছেড়ে পালিয়েছে।
অপু নামের এক গ্রাহক বলেন বড় ভাইয়ের কাছ থেকে ৫ লাখ টাকা ধার করে এখানে ইনভেস্ট করেছিলাম।আমার সব টাকা নিয়ে পালিয়েছে প্রতারক ফয়সাল।
জানা গেছে, প্রতারক ফয়সালের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার বকশি পাড়া গ্রামে। তার বাবার নাম এ,কে,এম ইমাদুল হক আর মাতার নাম তাজনিয়ারা খাতুন।
অনুসন্ধানে জানা গেছে, মগবাজার, মধুবাগ, পীরের বাগসহ আশেপাশের প্রায় শতাধিক গ্রাহকের সাথে এমন প্রতারণা করা হয়েছে। প্রতারণার ফাঁদে পড়ে এসব মানুষ এখন নিঃস্ব হয়ে পড়ছে। অবিলম্বে গ্রাহকরা প্রতারকের গ্রেপ্তার দাবি করেন এবং নিজেদের টাকা ফেরতের আকুতি জানান।
এসআর
মন্তব্য করুন: