[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

মুফতি জসিমউদ্দীন রহমানিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ২:০১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীতে আলোচিত ইসলামী চিন্তাবিদ ও সাবেক কারাবন্দি আলেম মুফতী জসিমউদ্দীন রহমানিকে লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপের একটি অভিযোগ উঠেছে। তবে সৌভাগ্যক্রমে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের বারোইখালি এলাকায় তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, তিনি গাড়ির খোঁজ নিতে বাসার বাইরে বের হলে তাকে লক্ষ্য করে ককটেল সদৃশ একটি বস্তু নিক্ষেপ করা হয়, যা তার শরীর থেকে কয়েক হাত দূরে গিয়ে পড়ে।

 

ঘটনাটিতে তিনি অক্ষত থাকলেও এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। নিরাপত্তার কথা বিবেচনায় আশপাশের লোকজন তাকে ঘিরে রাখেন।

 

এদিকে, মুফতী জসিমউদ্দীন রহমানির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, তার ওপর বাসার সামনে বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে, তবে তিনি সুস্থ আছেন—এ জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর