হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদকবিরোধী অভিযানে ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন
আটক ব্যক্তি মো. নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তিনি যাত্রী পরিচয়ে পায়ুপথে ইয়াবা বহন করছিলেন।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নভোএয়ারের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছানোর পর গোপন তথ্যের ভিত্তিতে তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
আটকের পর তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দরে দায়িত্বরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষা করা হয়। এতে তার দেহের ভেতরে তিনটি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত হয়।
পরবর্তীতে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক প্রক্রিয়ায় কসটেপে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়।পোটলাগুলো খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: