[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪ ৯:৩১ পিএম

ফাইল ছবি

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা কমিউটার ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে।

এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ঢাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন ও সামনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে

। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন গণমাধ্যমকে জানান, আপাতত ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসবে এটাকে উদ্ধারের জন্য।

এরপর ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার করা হবে। চালক সিগন্যাল না মেনে ট্রেনটি চালু করায় এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর