[email protected] মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২

বরিশালে একদিনে তিন মরদেহ উদ্ধার, অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ৪:৪১ পিএম

সংগৃহীত ছবি

বরিশালে একদিনে পৃথক তিনটি স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর মধ্যে একজনকে পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। অপর দুই মরদেহের একটি উদ্ধার করা হয়েছে  আএকটিবাসিক হোটেল থেকে এবং অন্যটি নদী থেকে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুরের মধ্যে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক, বরিশাল নগরী ও উজিরপুর উপজেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাকিল হাওলাদার (১৮) পটুয়াখালীর দুমকি উপজেলার চরপাড়া ইউনিয়নের জসিম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার কাটের পুল এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহতের বাবা জসিম হাওলাদার জানান, গত দুই দিন ধরে শাকিল নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। নিখোঁজের সময় শাকিলের সঙ্গে তার অটোরিকশাটিও ছিল। তার অভিযোগ, পরিকল্পিতভাবে ছেলেকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতের মুখমণ্ডল থেঁতলানো এবং হাত-পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

অপরদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর ফলপট্টি রোডের আবাসিক হোটেল পার্ক থেকে নাইটগার্ড আব্দুল হাকিম হাওলাদারের (৪৫) মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কলকাঠি গ্রামের বাসিন্দা।

মডেল থানার উপ-পরিদর্শক মো. সেলিম হাওলাদার জানান, রাতে ডিউটিরত অবস্থায় অসুস্থবোধ করলে আব্দুল হাকিম একটি কক্ষে বিশ্রাম নিতে যান। সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হচ্ছে।

তবে নিহতের মেয়ে নাহিদা আক্তার অভিযোগ করে বলেন, অসুস্থ হওয়ার পরও হোটেল কর্তৃপক্ষ তার বাবাকে হাসপাতালে নেয়নি কিংবা পরিবারকে বিষয়টি জানায়নি। তিনি দাবি করেন, চিকিৎসার অভাবে বাবার মৃত্যু হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেউরী বাড়ি সংলগ্ন কচা নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর