আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার হাজার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরীণ অংশ পর্যন্ত চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা–আরিচা মহাসড়কে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, শনিবার থেকেই ১৬ ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাকধারী ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ডিআইজি বলেন, “মহান বিজয় দিবসে লাখো মানুষের সমাগম হয়। সবাই যেন নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।”
এসআর
মন্তব্য করুন: