[email protected] শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২

নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিলেন যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ ১০:০৪ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে মহসিন মাদবর

(২৬) নামের এক যুবক নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। স্থানীয় ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে ঘরের কিছু অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। মহসিন ওই এলাকার হোসেন মাদবরের ছেলে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, মহসিন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেশার জন্য পরিবারের কাছে টাকা চাওয়ার পর পরিবারের পক্ষ থেকে না পাওয়ায় সে নিজ ঘরে আগুন লাগায়। আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে রাত সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

এক স্থানীয় জানান, মহসিন নেশার সঙ্গে যুক্ত এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত। তিনি বলেন, পরিবারের কাছে টাকা না পাওয়ায় মহসিন নিজ ঘরে আগুন ধরিয়ে দেন, ফলে ঘরের ভিতরের অংশের উল্লেখযোগ্য ক্ষতি হয়।

টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। মহসিনের স্ত্রী ও মায়ের কাছ থেকে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় মহসিন নিজ ঘরে আগুন ধরিয়ে বাড়ি থেকে চলে যান এবং পরে ভিডিও কলের মাধ্যমে জানায় যে সে-ই আগুন দিয়েছে।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর