রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের
গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নলকূপের গর্তটির গভীরতা আনুমানিক ১৫০–২০০ ফুট। ঘটনাস্থলে থাকা পাঁচটি ইউনিট রাতভর অনুসন্ধান ও খনন চালিয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত প্রায় ৩০ ফুট পর্যন্ত খনন করতে সক্ষম হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোরের পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। শিশুটি রাকিব উদ্দীনের ছেলে স্বাধীন খেলতে খেলতে নলকূপের খোলা গর্তে পড়ে যায়।
প্রথমে তিনটি এস্কেভেটর ব্যবহার করে পাশের মাটি কেটে গভীর একটি গর্ত তৈরি করা হয়। এরপর সেই গর্তের ভেতর থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশুটি যেখানে পড়েছে সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। কিন্তু ভেতরে পানি, কাদা ও মাটির ধসের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে উঠছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, দুর্ঘটনাস্থলের পাশে ৩০ ফুটের বেশি গভীর করে খনন করা হয়েছে। সেখান থেকে শিশুটি পড়া মূল নলকূপের দিকে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। নলকূপের মোট গভীরতা ১৫০–২০০ ফুট হওয়ায় শিশুটি কোন গভীরতায় আটকে আছে, তা পরিষ্কার নয়।
বুধবার রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েকবার ক্যামেরা নামালেও ওপরের ধস নামা মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি। তবে দুপুরের দিকে শিশুটির কান্নার শব্দ শোনা গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। রাত গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান সাময়িকভাবে থেমে যায়, কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবার শুরু হয়েছে।
এসআর
মন্তব্য করুন: