ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার হাওরাঞ্চল মোহনগঞ্জ উপজেলার একই গ্রামের তিনজন তিনটি ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
তাঁদের মধ্যে দুজন নিজ এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর একজন প্রার্থী হয়েছেন ঢাকার একটি আসনে।
প্রার্থীরা হলেন—নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির এবং ঢাকা-৫ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান। তিনজনেরই বাড়ি মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামের একই ওয়ার্ডে।
স্থানীয়দের মতে, “একই গ্রামের তিনজন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন—এটা আমাদের জন্য গর্বের বিষয়। এর মধ্যে দুজন নিজ এলাকার ভোটকেন্দ্রেই প্রতিযোগিতায় নামছেন।”
জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন,
“এটা জাতীয় নির্বাচন। গণতান্ত্রিক ব্যবস্থায় যেকোনো দল থেকে যে কেউ প্রার্থী হতে পারেন। একই গ্রামের তিনজন নয়, পাঁচজনও হতে পারে—এতে সমস্যা নেই। আমি দলীয় মনোনয়ন নিয়ে প্রচারণা চালাচ্ছি, বিজয় আসবে ইনশাআল্লাহ।”
গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির বলেন,
“একই গ্রামের তিনজন প্রার্থী হওয়াকে আমি সমস্যা হিসেবে দেখছি না। একজন ঢাকায়, আমরা দুজন এখানে। আমাকে দল মনোনয়ন দিয়েছে, মাঠে নেমে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী, জয়ী হব ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মদন উপজেলার বাড়ি-ভাদেরা গ্রামের বাসিন্দা, কারানির্যাতিত নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
এসআর
মন্তব্য করুন: