[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ১১:৪৯ পিএম

মুক্তিযুদ্ধের বীর সন্তান মোঃ আইয়ুব আলী মৃত্যুবরণ করায় রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে গার্ড অব অনার প্রদান শেষে তাকে মিনাজপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার দুপুরে জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে মরহুমের জানাজা ও রাষ্ট্রীয় সালামি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। গার্ড অব অনার প্রদানের দায়িত্ব পালন ও তত্ত্বাবধান করেন জীবননগর থানা পুলিশের ওসি (অপারেশন) ইন্সপেক্টর মোঃ আতিয়ার রহমান।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমিউনিটির পক্ষে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ দলিল উদ্দিন, আহবায়ক—মুক্তিযোদ্ধা কমান্ড, জীবননগর, চুয়াডাঙ্গা। পাশাপাশি উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা, উম্বত আলী, সুজ্জাত হোসেন, মজিবুর রহমান, আশরাফ উদ্দিনসহ আরও অসংখ্য মুক্তিযোদ্ধা।

এছাড়া ৩ নং বাঁকা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।

রাষ্ট্রীয় সালামি প্রদানের পর শোকাবহ পরিবেশে মরহুমের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে জাতির শ্রেষ্ঠ এই সন্তানকে গার্ড অব অনারের মাধ্যমে সর্বশেষ বিদায় জানান প্রশাসন, মুক্তিযোদ্ধা কমিউনিটি এবং এলাকাবাসী।

স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধারা জানান—
“বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলীর প্রতি এই রাষ্ট্রীয় সম্মাননা জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন। দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

মরহুমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত সবাই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর