চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে দুই বাংলাদেশি পিটিয়ে নিহত হয়েছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে।
রোববার (৩০ ডিসেম্বর) গভীর রাত দু'টার দিকে আন্তর্জাতিক পিলার ৭৬ ও ৭৭–এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
তবে বিষয়টি সম্পর্কে বিজিবি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।
নিহতরা হলেন—
স্থানীয়দের দাবি, গভীর রাতে ৪–৫ জনের একটি দল ওয়াহেদপুর বিওপির সংলগ্ন এলাকা দিয়ে ভারতের দিকে গরু আনতে প্রবেশ করে। সেখানে ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা রিংকু ও মমিনকে আটক করে, বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়। পরে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আটক দুজনকে মারধর করে হত্যা করে তাদের লাশ পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
পাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন বলেন,
“স্থানীয় বাজারে গিয়ে শুনেছি, ভারতে গরু আনতে গিয়ে দুজন নিখোঁজ হয়েছে। তাদের মারা যাওয়ার গুঞ্জনও ছড়িয়েছে। পরিবারগুলো ভয়ে আনুষ্ঠানিক অভিযোগ করতে সাহস পাচ্ছে না।”
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান,
“ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেছে। এখনো কোনো পরিবার আমাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি।”
এসআর
মন্তব্য করুন: