[email protected] মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

চবি ক্যাম্পাসের ভেতরেই তৈরি হতো বাংলা মদ, অভিযানে আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ১:১৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রীনহাউস এলাকার কাছে এক কুটিরে

অবৈধভাবে বাংলা মদ উৎপাদন করা হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি রাতের অভিযানে প্রায় ৩০ লিটার মদ, বোতল এবং বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে।

আটক ব্যক্তি প্রায় ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে বসবাস করছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে মদ প্রস্তুত ও বিক্রয় করতেন। কিছু শিক্ষার্থী নিয়মিত তার কাছ থেকে মদ নিত বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ, বন্য মুরগিসহ বিভিন্ন প্রাণী শিকার করতেন এবং মাংস বিক্রি করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযানে বিশ্ববিদ্যালয় পুলিশও সহায়তা করে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং অসামাজিক কার্যকলাপ–সংক্রান্ত ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর