পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায়
আজ সোমবার (১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা আবারও রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। টানা ছয় দিন ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকায় ভোর ও সকালে ঠান্ডার অনুভূতি আরও প্রকট হয়ে উঠছে।
সকাল ৯টার পর্যবেক্ষণ অনুযায়ী তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত করেছে ১৩.৩° সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৮৫%-এ। ভোরে হালকা কুয়াশা ছিল, তবে ঘন কুয়াশা দেখা যায়নি। সকাল গড়ানোর সঙ্গে সূর্য উঠলেও শীতের ঝাঁজ খুব একটা কমেনি।
গতকাল রোববার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১° সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ ছিল ২৭.১° সেলসিয়াস। তার আগের কয়েক দিনেও সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ থেকে ১৩.১ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে। ফলে দিনের বেলায় রোদ থাকলেও সকাল-বিকালের ঠান্ডা বাতাস শীত অনুভূতি বাড়িয়ে দিচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে আরও জোরালো হচ্ছে, এবং আজ সকালেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: