দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় সৃষ্ট
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ক্রমেই উত্তর-উত্তরপশ্চিমমুখী হয়ে এগোচ্ছে। পরিস্থিতির প্রেক্ষিতে দেশের চারটি প্রধান সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলার না যেতে জোরালো নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
শুক্রবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি (নং-০৬) থেকে জানা যায়, ঘূর্ণিঝড়টি বর্তমানে শ্রীলঙ্কার নিকটবর্তী উপকূল ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে।
দুপুর ১২টার সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল—
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১৯৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে
কক্সবাজার বন্দর থেকে ১৮৮৫ কিমি দক্ষিণ-পশ্চিমে
মোংলা ও পায়রা বন্দর থেকে ১৮২০ কিমি দক্ষিণ-পশ্চিমে
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা হাওয়ায় ৮৮ কিমি পর্যন্ত উঠছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী সমুদ্র এলাকা অত্যন্ত উত্তাল রয়েছে এবং এর আরও উত্তরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: