[email protected] শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
১৪ অগ্রহায়ণ ১৪৩২

পঞ্চগড়ে ঝলমলে রোদেও শীতের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ১১:২৪ এএম

পঞ্চগড়ে সকালজুড়ে রোদ ঝলমলে থাকলেও কমছে না

শীতের চাপ। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২°C।

তাপমাত্রা কিছুটা বাড়লেও স্বস্তি নেই

গতকালের তুলনায় তাপমাত্রা অল্পই বেড়েছে—তখন ছিল ১৩°C। তবে শীতের অনুভূতিতে তেমন পরিবর্তন নেই।
সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৫৯%, আর ভোরের দিকে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া রোদের উষ্ণতায় মিলিয়ে গেলেও শীতের উপস্থিতি স্পষ্ট।

আগের দিনের আবহাওয়া

সর্বনিম্ন তাপমাত্রা: ১৩°C

বাতাসে আর্দ্রতা: ৬৩%

দিনের সর্বোচ্চ তাপমাত্রা: ২৯.৩°C


তাপমাত্রার ওঠানামার ফলে গত কয়েকদিন ধরেই শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে বলে স্থানীয়রা জানান।

আবহাওয়াবিদের পূর্বাভাস

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান,

শীত ধীরে ধীরে নেমে আসছে। ডিসেম্বরের শুরু থেকে শীত আরও বাড়তে পারে এবং শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর