[email protected] শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
১৪ অগ্রহায়ণ ১৪৩২

দুই ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ৬:০৪ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে টেকনাফ ও সেন্ট মার্টিন থেকে দুটি

ট্রলারসহ ১২ জন জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। ঘটনা ঘটে ২৭ নভেম্বর ভোরে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়া এলাকা থেকে।

প্রথম ট্রলারের মালিক জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার পর জেলেদেরকে তুলে নেয়া হয়েছে। অন্য ট্রলারটিও একই ঘটনায় জড়িত। স্থানীয় ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

গ্লোবাল আরাকান নেটওয়ার্কের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আরাকান আর্মি অন্তত ১৮৮ জন জেলে ও ৩০টি নৌকা আটক করেছিল। শুধু গত ১০ মাসে বাংলাদেশি ৩৭৮ জেলেকে অপহরণ করা হয়েছে, যার মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। এখনো ১৭৮ জন জেলে তাদের হাতে বন্দি রয়েছে।

স্থানীয় প্রশাসন ও বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর