[email protected] বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
১৩ অগ্রহায়ণ ১৪৩২

দিয়াবাড়িতে হচ্ছে দেশের সর্ববৃহৎ মিয়াওয়াকি বন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ৭:৩৫ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উত্তরা দিয়াবাড়ীর ১১

নম্বর লেকপাড়ের পূর্ব পাশে, ৪ নম্বর ব্রিজ সংলগ্ন গ্রীন বেল্ট এলাকায় দেশের বৃহত্তম মিয়াওয়াকি বন স্থাপন করছে।

বুধবার (২৬ নভেম্বর) ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আনুষ্ঠানিকভাবে ৫৪.৬৩ কাঠা এলাকায় এই বনায়ন প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পে প্রচলিত মিয়াওয়াকি পদ্ধতির পাশাপাশি আধুনিক পরিবেশবান্ধব নকশা সংযুক্ত করা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, এখানে প্রায় ১৪ হাজার চারা রোপণ করা হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে ২২৫ প্রজাতির দেশীয় ফলজ, বেরিজাত, ফুল, ঔষধি, কাঠজাত, শোভাযাত্রামূলক গাছ, কনিফার, গুল্ম ও ঝোপ। প্রকল্পটি বায়োফিলিক নীতি অনুসরণ করে পরিকল্পিত এবং স্থানিক নকশার মাধ্যমে মানুষের প্রকৃতির সঙ্গে সংযোগ জোরদার করবে।

প্রাকৃতিক পানি নিষ্কাশনের সুবিধার জন্য কৃত্রিম পাহাড় নির্মাণ করা হয়েছে। এছাড়া দোঁ-আঁশ মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট, অর্গানিক সার, বোন মিল, কোকোডাস্ট, রাইস হাস্ক ও তরল সার মিশিয়ে বনোপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে।

বনায়নে জাপানি ধারণা ‘শিনরিন ইয়োকু’ বা ফরেস্ট বাথিং অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক হবে। বনাঞ্চলে ঢালু ও বাঁকানো পথ, ঘন বনভূমি এবং লেক পাড়ে পদচারণার সুবিধা রাখা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নির্ধারিত নকশা অনুযায়ী এই নগর বনায়ন বাস্তবায়ন করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর