[email protected] বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
১২ অগ্রহায়ণ ১৪৩২

কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ১:০১ পিএম

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের

মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে আজকের (বুধবার) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বিভাগের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, মালাক্কা প্রণালী এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং পরে তা ‘শেন-ইয়ার’ নামের ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। সকাল ৬টায় সেটি একই এলাকায় অবস্থান করছিল এবং পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এ ছাড়া দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে আরেকটি লঘুচাপ সুস্পষ্ট আকার ধারণ করেছে, যা উত্তর–উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে।

আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস:

বুধবার (২৬ নভেম্বর)
 আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সারা দেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে।
রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর)
 দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, আকাশ থাকবে আংশিক মেঘলা।
রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

শুক্রবার (২৮ নভেম্বর)
সারাদেশে একই ধরনের শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে।
 তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৯ নভেম্বর)
আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া থাকবে শুষ্ক।
 দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

রোববার (৩০ নভেম্বর)
 আবহাওয়া শুষ্ক থাকবে; আকাশ হতে পারে আংশিক মেঘলা।
সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর