চট্টগ্রাম নগরীর কদমতলীতে একটি বহুতল ভবনের কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার কদমতলীর পোড়া মসজিদ এলাকার ভবনটির পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়।
ঘটনাটি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন,
“গুদামে প্রচুর পরিমাণে কম্বল মজুদ ছিল। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।”
তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে আগুন নেভানোর কাজে ঘটনাস্থলে ব্যাপক তৎপরতা চলছে। তবে এখনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: