[email protected] মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
৩০ পৌষ ১৪৩২

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ২:২০ পিএম

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তে ভারতীয়

খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল ঘটনাটি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি কান্দলা বাংলাটিলা এলাকার মৃত মকরম আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হন জামাল। রাতে সীমান্তসংলগ্ন ভালুকমারা গ্রামের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধার করে ভোরের দিকে থানায় নিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওসি আব্দুল আউয়াল জানান, জামাল ভারতের ভেতরে একটি সুপারি বাগানে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়াদের গুলিতে তিনি আহত হন। পরে বাংলাদেশ সীমান্ত অংশে এসে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর