[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

ধান ছেড়ে সবজি চাষে বদলে গেছে শাহজাহানের জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ১১:১৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার খালাজোড়া এলাকার

কৃষক মো. শাহজাহান মিয়া একসময় ধান চাষের টানা লোকসানে দিশেহারা হয়ে পড়েছিলেন। ধারাবাহিক ক্ষতির পরও কৃষিকাজ ছাড়েননি তিনি; বরং নতুন পথ খুঁজে নিয়ে শুরু করেন সবজি আবাদ। সেই সিদ্ধান্তই তার জীবনযাত্রায় বড় পরিবর্তন এনে দিয়েছে।

লোকসানের ধান ছেড়ে লাভজনক সবজিতে মন

কৃষক শাহজাহান জানান, ধান চাষে খরচের তুলনায় আয় প্রায় থাকতই না—বরং ঘাটতি গুনতে হতো। কিন্তু সবজি চাষে খরচ কম, লাভ বেশি; এখন তার মাসিক আয় গড়ে ৩৫ হাজার টাকা।

কিশোরগঞ্জে জন্ম নেওয়া শাহজাহান প্রায় দেড় দশক আগে ধান চাষ থেকে সরে আসেন। কৃষি অফিসের পরামর্শে শুরু করেন লালশাক, ডাটাশাক, পুঁইশাক ও পাটশাকের চাষ। প্রথম বছরেই ভালো উৎপাদন পেয়ে আরও উৎসাহ পান।

জৈব পদ্ধতিতে বছরজুড়ে সবজি উৎপাদন

ক্রমে তিনি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বিভিন্ন সবজি উৎপাদনে মনোনিবেশ করেন। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই লাউ, পেঁপে, করলা, বেগুন, মরিচ, টমেটো, বরবটি, চিচিঙ্গা, পালংশাকসহ নানা সবজি চাষ করছেন। বর্তমানে প্রায় ৯০ শতাংশ জমি ইজারা নিয়ে বছরজুড়ে মিশ্র সবজি উৎপাদন করেন তিনি।

শাহজাহান বলেন, “আগে অন্যের জমি বর্গা নিয়ে ধান করতাম। লাভের আশা করতাম না, বরং ক্ষতিই সামলাতে হতো। এখন সবজি চাষ করে বছরে চার লাখ টাকারও বেশি আয় হয়। সংসার নিয়ে ভালোই আছি।”

সম্প্রতি তিনি ক্ষেতের লাউ ও চিচিঙ্গা বিক্রি করে ভালো মুনাফা পেয়েছেন। শিম, টমেটো, বেগুনসহ শীতকালীন সবজি বাজারজাতের প্রস্তুতিও চলছে।

পরিশ্রমী কৃষক হিসেবে এলাকায় সুনাম

স্থানীয় বাসিন্দা মো. আজাদ মিয়া জানান, শাহজাহান অত্যন্ত পরিশ্রমী কৃষক; তার ক্ষেতের সবজি সবসময়ই টাটকা থাকে। আরেক বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, শাহজাহানের সফলতা দেখে তাদেরও সবজি চাষে আগ্রহ বেড়েছে।

কৃষি বিভাগের স্বীকৃতি

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, সবজি আবাদে কম খরচে ভালো লাভ হওয়ায় উপজেলায় এখন বাণিজ্যিক সবজি চাষ বৃদ্ধি পাচ্ছে। শাহজাহান এ ক্ষেত্রে অনুকরণীয় উদাহরণ। কৃষি দপ্তরের পক্ষ থেকে তাকে সার, বীজসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বেকার তরুণরা এগিয়ে এলে সবজি চাষ স্থানীয় অর্থনীতি শক্তিশালী করবে এবং বেকারত্ব কমাতেও ভূমিকা রাখবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর