টানা সাত ঘণ্টা ধরে চলা অবরোধ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা অবশেষে রেললাইন থেকে সরে দাঁড়িয়েছে। এর ফলে রাজশাহী ও দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে ট্রেন যোগাযোগ আবার স্বাভাবিকভাবে চালু হয়। অবরোধ তুলে নেওয়ার পর রাত ১০টা ৪৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রথম ট্রেন ‘পদ্মা এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
শনিবার রাত ১০টা ২২ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ও পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদের আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করে।
আন্দোলনকারী শিক্ষার্থী মাহবুব আলম জানান, পিএসসিতে অনুষ্ঠিত মিটিংয়ে শিক্ষার্থীদের দাবি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। তাই আপাতত আন্দোলন স্থগিত করা হলেও, সিদ্ধান্ত সন্তোষজনক না হলে রোববার সকাল থেকে আবার সড়ক ও রেলপথ আটকে দেওয়ার ঘোষণা দেন তিনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ বলেন, অবরোধ তুলে নেওয়ায় আটকে থাকা ট্রেনগুলো ধীরে ধীরে চলাচল শুরু করবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ট্রেন বাতিলের সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের টিকিট রিফান্ড ইতোমধ্যে শুরু হয়েছে বলেও তিনি জানান।
অবরোধ চলাকালে রাজশাহী স্টেশনে পদ্মা, ঢালাচর এক্সপ্রেস ও কমিউটার ট্রেন থেমে ছিল। এছাড়া হরিয়ানায় বনলতা এক্সপ্রেস এবং সরদহ রোড স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস আটকে যায়।
এসআর
মন্তব্য করুন: