[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

দিনাজপুরে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জন নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ৪:১৭ পিএম

সংগৃহীত ছবি

দিনাজপুরে মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নশিপুরে ধান গবেষণা কেন্দ্রের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর রেজাউল করিম।

নিহতদের পরিচয়

  • মাজিয়া বেগম (১৫)
  • মর্জিনা খাতুন (৫৫)
  • এক শিশু (নাম পরিচয় অজ্ঞাত)

আহত

  • সারজিনা বেগম (৩১)
  • রুবেল (৩২) — ইজিবাইক চালক

পুলিশ জানায়, দিনাজপুরের চিনিরবন্দ উপজেলার আমরা গ্রামের একই পরিবারের পাঁচজন কান্তজির মেলা দেখতে যাচ্ছিলেন। পথে মিনিবাসের সঙ্গে তাদের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর