[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

২৪ ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে আবারও ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ৩:৩৩ পিএম

সংগৃহীত ছবি

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় এই মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এবং কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর ঠিক আগের দিন—শুক্রবার (২১ নভেম্বর)—রিখটার স্কেলে ৫ দশমিকের বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা কেঁপে ওঠে। সেই ঘটনায় সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং দুই শতাধিক মানুষ আহত হন।

নতুন এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে টানা দুদিনের ভূকম্পনে নরসিংদীসহ আশপাশের এলাকায় উদ্বেগ বেড়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর