[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে নরসিংদীতে আহত ৫৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ১২:৩৫ পিএম

সংগৃহীত ছবি

নরসিংদীতে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে একটি বাড়ির ছাদের রেলিং ভেঙে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে আরও অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন এলাকায় এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা না গেলেও স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়াদৌড়ি ও ভবন থেকে পড়ে অনেকেই আহত হন।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠে রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর