দেশজুড়ে শীতের প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, আর তার ছোঁয়া
মিলছে রাজধানী ঢাকাতেও। শুক্রবার (২১ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকায় হালকা ঠান্ডা অনুভূত হয়। সকালেই তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদিন আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে—উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি।
এছাড়া আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ১৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়নি বলেও অধিদপ্তর জানিয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এসআর
মন্তব্য করুন: