[email protected] শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২

ডাকসু নেত্রী রাফিয়ার ময়মনসিংহের বাসায় ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৮:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফির ময়মনসিংহের বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় রাফির পরিবার এখন গভীর আতঙ্কে রয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, অজ্ঞাত সন্ত্রাসীরা রাতে বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর কেরোসিন ও পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

রাফির ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, “আমরা থানায় অভিযোগ দিয়েছি। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার চাই।”

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক আইনে মামলা নেওয়া হয়েছে। তিনি বলেন, “খুব দ্রুতই হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর