[email protected] মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
৩০ পৌষ ১৪৩২

চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৩:২১ পিএম

সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে চলন্ত ট্রেনে

পেট্রোল বোমা নিক্ষেপের একটি ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে কোবাদশেখ মোড় এলাকায় ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করা চিত্রা এক্সপ্রেস ট্রেনটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার একদিন পর দুপুর ২টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি।

জামতৈল রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, চিত্রা এক্সপ্রেসের ইঞ্জিন অংশে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। এতে কোনো যাত্রী বা কর্মী আহত না হলেও ট্রেনের সামান্য ক্ষতি হয়েছে। হামলাকারীরা কারা—তা জানা যায়নি।

এ বিষয়ে কামারখন্দ থানা পুলিশের ওসি আব্দুল লতিফ জানান, তিনি ঘটনাটি বৃহস্পতিবার জেনেছেন। যেহেতু এটি রেলওয়ের আওতাধীন একটি বিষয়, তাই তদন্ত এবং বিস্তারিত জানার দায়িত্ব জিআরপি পুলিশের।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর