[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৩:১২ পিএম

মৎস্য বিভাগের সনদ অনলাইনে ইস্যুর নতুন প্রক্রিয়া কার্যকর না

হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে হিমায়িত মাছ রপ্তানি বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা বিল অব এন্ট্রি করতে না পারায় সেদিন কোনো মাছ ভারতমুখী হয়নি।

বাংলাদেশের অন্যতম ব্যস্ত রপ্তানি পয়েন্ট আখাউড়া স্থলবন্দর মাছ, শুঁটকি, পাথর ও কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে হিমায়িত মাছ রপ্তানির বড় অংশই এই বন্দর নির্ভর, যার সঙ্গে স্থানীয় শত শত ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহনকর্মীর জীবিকা জড়িত।

রপ্তানিকারকদের তথ্য অনুযায়ী, প্রতিদিন এ বন্দর দিয়ে ৫০–৭০ টন রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া, পাবদাসহ নানা প্রজাতির মাছ ভারতে যেত। প্রতি কেজি ২.৫ মার্কিন ডলার দরে এসব মাছ বিক্রি হয়ে দৈনিক দেড় কোটি টাকার মতো রপ্তানি আয় হতো। এতদিন মৎস্য অধিদপ্তর সনদ হাতে–কলমে দিত, কিন্তু এনবিআর ১৩ নভেম্বর থেকে সনদ অনলাইন করার নির্দেশ দেয়। সে ব্যবস্থা প্রস্তুত না থাকায় বৃহস্পতিবার থেকে বিল অব এন্ট্রি গ্রহণ স্থগিত হয়ে যায়।

আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, “হিমায়িত মাছ আমাদের প্রধান রপ্তানি খাত। কিন্তু অনলাইন ব্যবস্থার প্রস্তুতি না থাকায় পুরো রপ্তানি থমকে গেছে। প্রতিদিন দেড় কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে—শুধু ব্যবসায়ীদের নয়, সরকারের ট্যাক্স আয়ও বন্ধ হয়ে গেছে।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, “এনবিআর যে অনলাইনে সনদ দিতে বলেছে—এ তথ্য আমরা আগে পাইনি। জানতে পারার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টি দ্রুত সমাধানের প্রচেষ্টা চলছে।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর