গাজীপুরের বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স অয়েল লিমিটেড
কারখানায় লাগা আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টার পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনা বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘটে। জানা গেছে, হঠাৎ করে কারখানায় আগুন লাগে। প্রথমে কারখানার নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
জয়দেবপুর, শ্রীপুরসহ আশপাশের সাতটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় কারখানার আশপাশেও সতর্কতা বজায় রাখা হয়। কারখানায় দাহ্য পদার্থ ও কয়েল তৈরির কাঁচামাল থাকার কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে সেখানে নজরদারি রাখা হচ্ছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।”
এসআর
মন্তব্য করুন: